দেবীগঞ্জে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কাজী সাইফুল, (পঞ্চগড়) প্রতিনিধি:
সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড দেবীগঞ্জ শাখা কার্যালয় কর্তৃক আয়োজিত আজ সোমবার বিকেলে এক বিশাল চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ।চেক বিতরণ অনুষ্ঠানে মোট ১৫ টি চেক বিতারণ করা হয় । ১৫ টি চেকে ৭ লাখ ৭৩ হাজার ২৫২ টাকার চেক বিতরণ করা হয় ।সন্ধানী লাইফ ইন্সুরেন্সে এক জন গ্রাহক ১০ বছর মেয়াদী একটি স য় বিমা খুলে প্রথম কিস্তি দেন ২০,৭৭৩ টাকা । গ্রাহকটি প্রথম কিস্তি দিয়ে হঠাৎ অসুস্থ মারা যায়।মারা যাওয়ার পরে তার স্ত্রী রিপা বেগম কে সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক প্রদান করেন । জেলা সম¤œয় কারী ও ইনচার্জ,সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড,দেবীগঞ্জ শাখা কার্যালয় রবিউর ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন প গড় জেলা পরিষদের সদস্য ফরিদ আহমেদ সরকার। বিশেষ অতিথী হিসেবে উপস্তিত ছিলেন মস্তফা আল কামাল সিনিয়র ডিজিএম,প্রধান কার্যালয ঢাকা , মোস্তাফিজুর রহমান চৌধুরী।সভাপতির বক্তব্যে রবিউল ইসলাম চৌধুরী বলেন দেবীগঞ্জে সন্ধানী লাইফ ইন্সুরেন্স দিন দিন বৃদ্ধি পাচ্ছে,মানুষ এখন বিশ^াসের সহিত বিমা করতেছে ।
