গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের রাণাপিং এ পূর্ব সিলেটের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লীগ আর,পি,এল (রাণাপিং প্রিমিয়ার লীগ)'র ৯'ম সিজনের প্লেয়ার ড্রাফট গতকাল ২৬ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় স্থানীয় রওশনআরা কমিউনিটি সেন্টারে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা ও নিলামের মাধ্যমে এ প্লেয়ার ড্রাফট অনুষ্টিত হয়।
আর,পি,এল'র চেয়ারম্যান মুফিজুর রহমানে স্বপনের সভাপতিত্বে এবং মুহিতুর রহমান ইমনের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আশফাক তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব আলিম উদ্দিন, আব্দুল কুদ্দুস টিপু, আসাদ উদ্দিন নয়ন।
উল্লেখ্য, এবারের আর, পি,এল'র প্রথম ম্যাচ আগামী ২৯'শে জানুয়ারী রাণাপিং বাজার সংলগ্ন মাঠে গড়াবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম