বগুড়ায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেছে ষোলোআনা ফাউন্ডেশন

বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় কয়েক শতাধীক অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ষোলোআনা ফাউন্ডেশন।
ষোলোআনা ফাউন্ডেশনের স্বাস্থ্যকথা প্রকল্পের আওতায় এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় বগুড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এ সময় বগুড়া ৭ আসনের স্থানীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু উক্ত সেবা কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন এবং প্রতি মাসে এরকম ক্যাম্প পরিচালনা করবেন বলে জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান, গাবতলী,বগুড়া থানার অফিসার ইনচার্জ, ষোলোআনা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম সারোয়ার মানিক, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মুর্শিদা এনাম মীম, সহযোগী প্রতিষ্ঠাতা ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম প্রিন্স, মিডিয়া বিষয়ক সম্পাদক রাশেদ আকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজন আকন্দ, মেডিক্যাল ক্যাম্প টিম মেম্বার নাজমুস সাকিব, বনি আমিন, আন্জুম সহ অন্যান্য সদস্যরা।
