4:18 PM, 13 November, 2025

সাঁওতাল পল্লীতে হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Gaibandha PHOTO-04

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুর ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে গতকাল ১৪ জানুয়ারী মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় নামক এলাকায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালী পরিষদের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সহ সাধারণ সম্পাদক বার্নাবাস টুডু, সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মিজান ও মামলার বাদী থমাস হেমব্রম প্রমুখ।

এর আগে জয়পুরপাড়া ও মাদারপুর গ্রাম থেকে সহস্রাধিক নারী-পুরুষ ব্যানার, ফেন্টুন ও লাল পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল বের করে।