2:19 AM, 13 November, 2025

পঞ্চগড়ে রত্নগর্ভা সম্মাননা পেলো ৪০ মুক্তিযোদ্ধার মা

IMG_20200110_194750

কাজী সাইফুল, পঞ্চগড়:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পঞ্চগড়ে ৪০ জন মুক্তিযোদ্ধার মাদের রত্নগর্ভা সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘জননী যিনি সমুদ্র ও কল্লোলের গল্প শোনান, কিন্তু সমুদ্র দর্শনের কাঙ্খা অংকুরিত হয়না তার নিজের জীবনে’ এই প্রতিপাদ্যে পঞ্চগড় জেলার বীর মুক্তিযোদ্ধাগনের মাদের (যারা বেঁচে আছেন) আনুষ্ঠানিকভাবে রত্নগর্ভা সম্মাননা প্রদান করেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

এসময় তিনি রত্নগর্ভাদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আলীম খান ওয়ারেশী, পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়ায়েসুল কোরায়সী প্রমূখ।