প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২০, ১:৪৫ পি.এম
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণ গণনা কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ১০ জানুয়ারি
শুক্রবার বিকেলে জেলা প্রশাসন, জেলা আ’লীগসহ সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে জেলা পরিষদ ডাক বাংলোয় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল প্রাঙ্গনে বড় পর্দায় ঢাকাস্থ জাতীয় প্যারেড স্কোয়ার থেকে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলায় হাজারও জনতা আলোকরশ্মির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ভিডিও চিত্র উপভোগ করে। একই সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানও উপভোগ করে তারা।
পরে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা আ’লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালাসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণ।-বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন, বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মো: আব্দুল্লাহ, জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণস সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, পৌর আ’লীগের সভাপতি একরামুল হক একরাম সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনসাধারণ উপস্থিত ছিলেন। সন্ধায় একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম