সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল একাডেমিক ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম, কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের সহঃ অধ্যাপক সাজ্জাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়মা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অটিজম শিশুদেও অভিভাবক বৃন্দ।
কর্মশালায় অটিজম ও স্নায়ুবিকাশজনিত প্রতিব›দ্ধকতার ধরন, প্রতিবন্ধি ব্যাক্তিদের অধিকার ও সুরক্ষা আইন এবং অটিজম ও স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে অভিভাবক, শিক্ষক, পেশাজিবী, স্থানীয় প্রতিনিধি ও কমিউনিটির ভ’মিকা সম্পকে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন কুড়াখাল কুড়ুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা জসিম উদ্দিন ও গীতা পাঠ করেন সহকারি শিক্ষিকা সাথী পাল।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম