কাজী সাইফুল , পঞ্চগড়:
আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে পঞ্চগড়ে সাংবাদিক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগম রীনা জানান, এবছর পঞ্চগড় জেলায় এক লাখ ৫১ হাজার ২৩৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলার পাঁচ উপজেলার এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী মোট ১৬ হাজার ৪৭৬ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৪ হাজার ৭৬১ শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রাফী মোজাম্মেল, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবুসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম