9:43 AM, 13 November, 2025

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শেষে পাচ্ছেন অ্যাওয়ার্ড

IMG_20200107_143635

মো. স্বপন হোসেন:

গত ৪ঠা জানুয়ারি, ২০২০ইং (শনিবার) সকাল ৮ ঘটিকায় গুরুদয়াল সরকারি কলেজের রোভার স্কাউট ইউনিট গ্রুপের সদস্য মোহাম্মদ উল্লাহ্‌, মো. তানজিদুল ইসলাম ও জয় নান্দাইল চৌরাস্তা থেকে কালতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তগাছা স্কাউট ট্রেনিং সেন্টার, মধুপুর সরকারি কলেজ, কালিহাতি সরকারি কলেজ, টাঙ্গাইল স্কাউট ভবন পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার এর ৪ দিনব্যাপী পরিভ্রমণ শুরু করেছে।

যা শেষ হবে আগামী ৮ জানুয়ারি, ২০২০ইং (বুধবার) রাত ১১.৫৯ মিনিটে। পরিভ্রমণ শেষে ফিরে আসবে গুরুদয়াল সরকারি কলেজ রোভার ইউনিট গ্রুপে। তারপর মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ এর কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার কথা রয়েছে।