8:24 AM, 13 November, 2025

ঠাকুরগাঁও উপজেলা পরিষদের নেতৃবৃন্দের সাথে বার্ষিক সমন্বয় সভা

received_1047398298950320
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে জনসংগঠনের উপজেলা ভুমিহীন সমন্বয়ক কমিটি ও সদর উপজেলা পরিষদের নেতৃবৃন্দের সাথে বার্ষিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা চেয়ারম্যান কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভুমিহীন সমন্বয় কমিটির সভাপ্রধান রাজকুমার রায়ের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুণাংশু দত্ত টিটো। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরাসহ ভুমিহীন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মানব জীবনের পূর্ব ইতিহাস থেকে জানা যায়,মানব সভ্যতার শুরু থেকেই মানুষের মাঝে ভুমি নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে।আজও এই লড়াই শেষ হয়নি।আজও ভুমি নিয়ে চলছে দস্যুতা ভুমিহীনদের মাঝে লড়াই ও সংগ্রাম।
এই অবস্থায় ঠাকুরগাঁও সদর উপজেলায় সিডিএ’র সহায়তায় স্ব-উদ্যোগে গড়ে ওঠা গ্রাম ভিত্তিক জনসংগঠনের ভুমিহীন পরিবারগুলোকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কৃষি খাস জমি ও বসতভিটা ভুমিহীনদের মাঝে দ্রুত লিজ বা বন্দোবস্ত দেয়ার জন্য জোর  দাবী জানান নেতৃবৃন্দরা।