কুমিল্লায় নতুন বছরে বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়। নতুন বছরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় জাকজমক পূর্ণ আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মু. গোলাম কিবরিয়া খোকন এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক জুলেখা বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাসুদুল ইসলাম প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য আবুল কাসেম, অভিভাবক সদস্য নঈম মোল্লা, অভিভাবক সদস্য হারুন অর রশিদ, রামচন্দ্রপুর (দঃ) ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু মুসা, ইব্রাহিম মেম্বার, মামুন ভ’ঁইয়া, মাঈনুদ্দিন, জাকির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আনুষ্ঠান শেষে নতুন শ্রেনিতে উত্তীর্ন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়।
