মুরাদনগরে ডাইনামিক এডুকেশন স্কলারশিপ এর বৃত্তি প্রদান

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাইনামিক এডুকেশন স্কলারশিপ এর বৃত্তি প্রদান করা হয়।
সোমবার দুপুরে উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে এক অনারম্ভর অয়োজনের মাধ্যমে ১০ জন ছাত্র-ছাত্রীর মাঝে এ বৃত্তির টাকা বিতরন করেন ডাইনামিক এডুকেশন স্কলারশিপ এর নির্বাহী পরিচালক মোঃ জহিরুল ইসলাম।
পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মু. গোলাম কিবরিয়া খোকন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাইনামিক এডুকেশন স্কলারশিপ এর নির্বাহী পরিচালক মোঃ জহিরুল ইসলাম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ কলেজের অধ্যাপক মোতাহের হোসেন, প্রভাষক মনির হোসেন, উত্তরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস মিয়া, পাঁকিত্তা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাসুদুল ইসলাম ভুঁইয়া, সহকারি শিক্ষক নির্মল সূত্রধর প্রমূখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাইনামিক এডুকেশন স্কলারশিপ এর অর্থ পরিচালক রায়হান আহমেদ, মামুন ভুঁইয়াসহ পাঁকিত্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
উল্যেখ্য, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও পড়াশোনায় মনোযোগী করার লক্ষে আমেরিকান প্রবাসী কাউসার আহমেদ ২০১৮ সাল থেকে এ বৃত্তি চালু করেন। প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝ থেকে পরীক্ষার মাধ্যমে ১০ জনকে এ বৃত্তি প্রদান করা হয়।
