স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকার মিরপুরে তামিরুল উম্মাহ্ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ডিজিটাল শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।
২৭, ২৮ ও ২৯ ডিসেম্বরের আয়োজিত অনুষ্ঠানের আজ শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৭ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু। মেলার শেষ দিনে সাধারন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ষোলোআনা ফাউন্ডেশন।
সকালে প্রায় ২ শতাধীক মানুষের মাঝে এ সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ষোলোআনা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মুর্শিদা এনাম মীম, সহযোগী প্রতিষ্ঠাতা ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম প্রিন্স, মিডিয়া বিষয়ক সম্পাদক রাশেদ আকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজন আকন্দ সহ আরও অনেকে।
শেষে ২০১৯ এর বার্ষিক ফলাফল প্রকাশের মাধ্যমে শেষ হয় এবারে ডিজিটাল শিশু শিক্ষা মেলা। সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শাহীন শিকদার।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম