প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০১৯, ৭:০৫ পি.এম
ইউএনও’র গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের গাড়ির ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বশির আহমেদ(৪৫) নামের একজন নিহত হয়েছেন ও মোফাজ্জল (৪০) নামে একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় পাথরঘাটা বরগুনা আঞ্চলিক মহাসড়কের বাইনচটকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মিরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
জানা গেছে, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বরগুনা উদ্দেশ্যে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বশির আহমেদ (৪৫) নামের একজন নিহত হয়। এসময় মোফাজ্জেল নামের আরো একজন আহত হবার ঘটনা ঘটে।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্য সিদ্দিকুর রহমান ও কামাল হোসেন জানান, আহত ব্যক্তিকে তাৎক্ষনিক উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম