কাজী সাইফুল, পঞ্চগড়
"ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল" এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় হতে চলছে দেবীগঞ্জ ক্রিকেট প্রিমিয়াম লীগ (ডিপিএল)।
ইতোমধ্যে শুরু হয়েছে খেলোয়ার নিবন্ধন প্রক্রিয়া, যা চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।দেবীগঞ্জ ক্রিকেট এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃজুলফিকার আলী (সবুজ) জানায় মাননীয় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ৩ আসরের সময় অনুদান দিয়েছিল তা দিয়ে পিচ আর ডিপিএলের২ টা আসর পরিচালিত হয়েছে ।এইবার আর কোন টাকা নাই।কেউ আর কোন সাহায্য করে না তেমন।তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন ডিপিএল থেকে এক সময় অনেক খেলোয়ার তৈরি হবে এবংকি বাংলাদেশের জাতীয় দলেও খেলার সুযোগ পাবে। দেবীগঞ্জ উপজেলার সকল ক্রিকেট প্রেমীদের আগামী২রা জানুয়ারির মধ্যে নিবন্ধন করার জন্য আহবান জানান তিনি।
জানা গেছে, উপজেলার খেলোয়ারদের মাঝে উৎসাহ উদ্দীপনা এবং যুব সমাজকে মাদক মুক্ত রাখার লক্ষ্যে এই আয়োজন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম