1:45 PM, 13 November, 2025

পঞ্চগড়ে শীতের কাপড় কিনতে ফুটপাতে ক্রেতাদের উপচেঁ পড়া ভিড়

IMG_20191220_111653

কাজী সাইফুল, পঞ্চগড় (প্রতিনিধি)

টানা তিন দিনের তীব্র শীতল হিমেল হাওয়া ও মৃদু শৈত্য প্রবাহে জনজীবন স্থবির হয়ে পরেছে প গড় জেলার নদীমাতৃক অ লগুলোতে। গত তিনদিন সূর্য্যস্তের কিছু সময় পূর্বে ছাড়া সারাদিন সূর্যের আলোকরশ্মি দেখতে পায়নি এ অ লের মানুষ। বৃহৎ করতোয়া ও ভারতের মহানন্দা নদীবেষ্টিত অ ল হওয়ায় ঠান্ডার প্রকপ তীব্র আকার ধারন করেছে। কুয়াশার প্রভাবে তীব্র শীতল বয়ে যাওয়া হিমেল বাতাসের কারণে কর্মজীবনে নেমে এসেছে অস্থিরতা। খেটে খাওয়া ছিন্নমুল মানুষজন পড়েছে বিপাকে। কেউ কেউ খঁড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টার করছেন। এমতাস্থায় শীতের গরম কাপড় ক্রয় করতে ক্রেতারা ভীর করছেন ফুটপাতের দোকানগুলোতে ও মৌসূমী কাপড় ব্যবসায়ীদের ভ্রাম্যমান দোকানে। প গড়ের পৌর শহর সহ হাট বাজার গুলোতেও সমান তালে জমে উঠেছে শীতের গরম কাপড় ক্রয় বিক্রয়ের হিরিক। স্বল্প দামেই মিলছে ভালো মানের শীত নিবারনের গরম কাপড়। নিজের ও পরিবারের সঙ্গে নিয়ে এসে নানা রঙ্গের রকমারী ডিজাইনের গরম কাপড় ক্রয় করছেন এ অ লের সাধারন মানুষ।

সরেজমিনে রবিবার দেবীগঞ্জ উপজেলার পৌর শহরের বিজয় চত্ত¡র মোড়ে অবস্থিত ফুটপাতের মৌসূমী কাপড় বিক্রেতার দোকান গুলোতে লক্ষ করা গেছে ক্রেতাদের গরম কাপড় সংগ্রহের জমজমাট ভিড়। টানা কয়েক দিন থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বাবা মায়েরা ছোট সন্তানদের নিয়ে পড়েছেন বিপাকে। এক মৌসূমী কাপড় বিক্রেতা বলেন, বড়দের চেয়ে শিশুদের গরম কাপড় সাধারনত বিক্রি হচ্ছে বেশি। তবে শীত বাড়ার কারণের বর্তমানে আগের তুলনায় সমানে সমান বিক্রি চলছে। অন্য এক কাপড় ব্যবসায়ী নুরুল আমিন জানান, এ রকম আবহাওয়া অব্যহত থাকলে ব্যবসার পক্ষে বেশ ভালোই হবে।