6:37 AM, 13 November, 2025

বাহুবল উপ‌জেলায় জনবান্ধব হিসেবে ‌নির্বাহী অফিসার (ইউএনও) আ‌য়েশা হক

20191216_204354
মোঃ আব্দুর র‌হিম, সংবাদদাতা:
কোন প্রকার হয়রানী ও উৎকুষ ছাড়াই উপজেলা নির্বাহী অ‌ফিসা‌রের অফিসে সহজে সেবা পাচ্ছে বাহুবল উপজেলার সাধারণ মানুষ। দ্রুত এবং সহজ মাধ্যমে মানুষকে সেবা ও পরামর্শ প্রদান করে অল্প কয়েকদিনে উপজেলা ‌নির্বাহী অফিস বাহুবলবাসীর কাছে জনবান্ধব অফিস হিসেবে খ্যাতি অর্জন করেছে।
সরকারী ও ব্যাক্তিগত ভা‌বে অনেক গরিব অসহায় মানুষকে বিভিন্ন ভাবে সেবা এবং পরামর্শ প্রদান করে গরিবের অফিসার হিসেবে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আ‌য়েশা হক।
এক সময় প্রশাসনিক কর্মকর্তাদের দপ্তরে মানুষ ভয়ে যেতে চাইতো না। বিশেষ করে উপজেলার প্রশাসনিক দপ্তর গুলোতে প্রবেশ করতে শংকুচ বোধ করতো। বর্তমানে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ‌য়েশা হক, সাধারন মানুষের এই ধারনাটি দূর করে প্রশাসন জনগনের বন্ধু হিসেবে প্রমান করেছেন। উপজেলার সাধারন মানুষকে নিজ উদ্যোগে সততার সহিত দ্রুত সেবা ও পরামর্শ প্রদান করে আসছেন তা প্রশংসানীয় এবং আমি ব্যাক্তিগত ভাবে স্বাধুবাদ জানাই।
এব্যাপারে উপজেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আ‌য়েশা হক বলেন, আমার অফিস হচ্ছে জনবান্ধব অফিস। সেবা গ্রহিতাদের সাথে আমি সরাসরি স্বাক্ষাৎ করি। আমার কার্যালয়ের দরজা সেবা গ্রহিতাদের জন্য সব সময় খোলা। আমার কার্যালয়ে কেউ আসলে সর্ব প্রথম আমি তাকে রিসিভ করি এবং আমার তার অভিযোগ শুনি এবং আমি তাকে নিজে সেবা প্রদান করা চেষ্টা করি।
যদি প্রয়োজন মনে করি তখন আমি সেবা গ্রহিতাকে আমার স্টাফদের কাছে পাঠাই এবং প্রয়োজন মনে না করলে আমি সেবা গ্রহিতার সমস্যা সমাধান করি। আমার ফোন নাম্বা‌রে যে কেউ চাইলে যে কোন সময় আমাকে ফোন করে যে কোন পরামর্শ ও সেবা নিতে পারে। আমি যে খানেই থাকি এবং বন্দের দিনেও চেষ্টা করি ২৪ ঘন্ট মানুষকে সেবা দিতে। আমি সব সময় চেষ্টা করি আমার অফিস থেকে মানুষ যেন হাসি মুখে সেবা গ্রহন করে যায়।
আমি যতদিন বাহুব‌লে থাকবো আমি চেষ্টা করবো আমার এই সেবার মান ধরে রাখতে। তা ছাড়াও মানুষ পা‌রিবা‌রিক সহ যে কোন বিষয়ে আমার কাছে পরামর্শ চাইলে আমি পারলে নিজে সমাধান করি, আর না হয় তাকে সঠিক পরামর্শ প্রদান করি। আমি চেষ্টা করছি মানুষকে খুব সহজে এবং দ্রুত সেবা প্রদান করতে। সব শেষে তিনি, মাদক, দুর্নী‌তি সংক্রন্ত যে কোন বিষয়ে বাহুবলবাসী‌কে সরাসরি তার সাথে যোগাযোগ করার আহবান জানান।