11:34 AM, 13 November, 2025

আমতলী শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস পালিত

received_812251605862709
বরগুনা প্রতিনিধিঃ
আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আমতলী মুক্ত দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।সকাল ১১ টায় সাংবাদিক ইউনিয়ন কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংবাদিক ইউনিয়ন কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী) সার্কেল সৈয়দ রবিউল ইসলাম।
সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীনের সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এম এ কাদের মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামসুদ্দিন শানু, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মুক্তিযোদ্ধা সামসুল হক, সাংবাদিক পরিতোষ কর্মকার ও মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।