প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০১৯, ৩:৫৮ পি.এম
ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তরের উদ্বোধন।
ঠাকুরগাঁও জেলায় এই প্রথম ঠাকুরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে ১৪ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা.সাদেক কুরাইশী। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড, কে এম কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মুহা. মুনিরুজ্জামান, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড শাখার জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি'র সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক রায়,বেসরকারী সংস্থা ইএসডিও পরিচালক ড.মুহা,শহিদ-উজ-জ্জামান, ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন সহ বীরমুক্তিযোদ্ধা, ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
এবং ঠাকুরগাঁও জেলার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম