10:29 AM, 13 November, 2025

১১ ডিসেম্বর টাঙ্গাইল পাক হানাদার মুক্ত দিবস

FB_IMG_1576058778526

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

আজ টাঙ্গাইল পাক হানাদার মুক্ত দিবস, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর এই দিনে টাঙ্গাইলের বীর মুক্তি যোদ্ধারা টাঙ্গাইল কে মুক্ত করেন, আজ বুধবার সকালে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
এই উপলক্ষে আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির শুভ উদ্ভোধন করেন, পরে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,
পাক হানাদার মুক্ত দিবস অনুষ্ঠানের আহ্বায়ক টাঙ্গাইলের পৌর মেয়র জামিলুর রহমান মিরন  পতাকা উড়িয়ে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রতিদিন বিকেল তিনটা থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠাননের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি আলহাজ্ব সানোয়ার হোসেন এম পি, গোপালপুর ভুয়াপুর আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, সখিপুর আসনের এম পি জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বীর মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সাংবাদিক টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন  ।