9:43 AM, 13 November, 2025

দেবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্মিত ঘরের উদ্ধোধন ও মতবিনিময় সভা

IMG_20191201_142139

কাজী সাইফুল, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

দেবীগঞ্জ পৌর সভার অর্থায়নে নব নির্মিত দেবীগঞ্জ প্রেসক্লাব ঘরের উদ্ধোধন রবিবার করা হয়েছে। দেবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রত্যয় হাসান আনুষ্ঠানিকভাবে ঘরের উদ্ধোধন করেন । এ উপলক্ষ্যে এক মত বিনিময় সভা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সাংবাদিকরা এ সময় প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ইউএনও সাংবাদিকদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং প্রেস ক্লাবে একটি কম্পিউটার , ফ্রি ওয়াই ফাই ও ফার্নিচার দেওয়ার আম্বাস ব্যক্ত করেন। প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির, সহ সভাপতি ও দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এনামুল হক প্রধানের সহ ধর্মীনি মর্জিনা বেগম, দেবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য রাসেল আহম্মেদ প্রধান,কোর আন তেলোয়াত করেন হাফেজ মোঃ শেখ ফরিদ, দেবীগঞ্জ এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী রাশেদুল ইসলাম জুয়েল। পরে দেবীগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ক্রেষ্ট প্রদান করা হয়।