2:17 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচি 

FB_IMG_1574843526981
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদরে ইজিবাইক চালকদের কাছ থেকে পৌরসভার টোলের নামে জোর জবরদস্তি শারীরিক নির্যাতন চালিয়ে চাঁদা আদায় করা হচ্ছে এমনি অভিযোগের ভিত্তিতে গণঅবস্থান ও সংহতি সমাবেশ করেছেন ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সদর উপজেলার ২৫টি স্ট্যান্ড কমিটির শত শত শ্রমিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সহ সভাপতি বাদশা মিয়া, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, শ্রমিক নেতা দেওয়ান, লাবুসহ জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় বক্তরা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর অর্ধদিবস পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।