গাইবান্ধা জেলা প্রতিনিধি:
নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও সকল যৌন সহিংসতার বিরুদ্ধে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অবলম্বন এর আয়োজনে গাইবান্ধা স্বাধীনতা বিজয়স্তম্ভ সংলগ্ন ডিবি রোডে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আজ ২৭ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়।
অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক কাউন্সিলর সাজেদা পারভীন রুনু, নারী নেত্রী মাজেদা খাতুন, সাংস্কৃতিক কর্মী মাহমুদুল গণি রিজন, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর তোফাজ্জল হোসেন, প্রজেক্ট অফিসার দীপ্তি মুর্মু, দলিত নেতা খিলন রবিদাস, সুনীল রবিদাস, নারী নেত্রী শান্তি রানী, সুমিত্রা রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে নারী ও শিশুদের প্রতি ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলছে। যার ধরণ প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে এবং ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু মেয়ে শিশুরাই নয়, ছেলে শিশু, প্রতিবন্ধী শিশুর প্রতিও ঘটছে ধর্ষণ, যৌন হয়রানি ও হত্যার মত ঘটনা। ঘটনার নির্মমতায় বাংলাদেশের মানুষ শংকিত ও আতঙ্কিত হয়ে পড়েছে। নয়টি জাতীয় পত্রিকার খবর অনুযায়ী চলতি বছরের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার ১২৫৩ জন নারী, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২০০ জন নারীকে এবং যৌন হয়রানীর শিকার হয়েছে ২২১ জন মেয়ে শিশু এবং ২৬ জন ছেলে শিশু।
দেশের প্রতিটি নারী ও শিশু সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছে। এর মূল কারণ নারীকে মানুষ হিসাবে গণ্য না করার দৃষ্টিভঙ্গী ও আচরণ। আদিকাল থেকে সমাজের চিন্তা-চেতনা নারীকে অধস্তন অবস্থানে রাখে। নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গী ও সংস্কৃতি এক দিকে নারীর উপর সহিংসতা করার প্রবণতা তৈরি ও লালন করে এবং প্রয়োগ করে,অন্যদিকে নির্যাতনের শিকার নারীকেই দোষারোপ করে। সহিংসতাকারী বিনা বিচারে পার পেয়ে যায় বা বিচারের আওতায়ই আসে না।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম