প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০১৯, ১:৪৫ পি.এম
ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি :
চিত্র নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে নানা ধরণের কুটুক্তি এবং কিছু মানুষের নিসচা চেয়ারম্যানের কুশপত্তলিকা দাহ, ফেসবুকে অশালীন মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে নিরাপদ সড়ক চাই, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় জেলা শহরের চৌরাস্তায় অনুষ্ঠিত এই মানব বন্ধন ও প্রতিবাদ সভায় আবু মহী উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন নিসচা ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন, সদস্য মাসুদ আহমেদ সুবর্ণ, দুর্ঘটনা গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান , সহসভাপতি প্রদীপ গুপ্ত, দপ্তর সম্পাদক কামাল হোসেন মামুন, গোলাম রসুল, হামিদুর রহমান, ফারাজানা, শাপলা আখতার প্রমূখ। বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে নানা ধরণের কুটুক্তি এবং কুশপত্তলিকা দাহ করার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই মানুষটি ২৭ বছর ধরে সড়কে দুর্ঘটনা রোধে কাজ করে যাচ্ছেন। পরিসংখ্যান অনুসারে প্রতিদিন কুড়িজন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন, দেশে প্রায় ১১ লাখ যান লাইসেন্স বিহীন সড়কে চলাচল করছে। কিন্তু শুধু চালকই নয় পথচারীকেও নিয়ম মেনে চলাচল করতে হবে। পথচারী-চালক সকলে ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকটাই রোধ সম্ভব হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম