প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০১৯, ৭:৩৫ পি.এম
ঠাকুরগাঁও পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির সাইকেল র্যালী ও পদযাত্রা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
দুর্নীতি-লুটপাট সন্ত্রাস-সা¤্রাজ্যবাদ সাম্প্রাদায়িকতা রুখতে ভাত ও ভোটের দাবিতে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে সাইকেল র্যালী ও পদযাত্রা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা কমিটি। শনিবার পীরগঞ্জের ৮ নং ইউপি কেউটগাঁও মোর থেকে বালুবাড়ি বাজার, বলাই হাট(বাজার) ঘুরে গোদাগাড়ী বাজারে গিয়ে র্যালী শেষ হয়। এসময় বিভিন্ন স্থানে সক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, কমিটির সভাপতি এনামুল হক দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, সম্পাদক মন্ডলীর সদস্য মর্তুজা আলম ও প্রভাত সমীর, ছাত্র নেতা লিটন আলী ও শুভ শর্মা প্রমুখ।
বক্তরা পেয়াজের লাগামহীন দামের তীব্র সমালোচনা ও সরকারকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবী জানায়। বক্তরা আরো বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হলো গরিব দুখি সাধারণ মানুষের পার্টি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত গ্রাম ও শহরের মানুষকে নিয়ে লড়াই করে যাবো। শুধু ভোটের সময় নয় আমরা সবসময় মানুষের পাশে আছি-থাকবো।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম