গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ছোট বৌলের পাড়া গ্রাম হতে সন্দেহভাজন আটক নারী হিরা ও পুরুষ সিমেল বৈধ স্বামী স্ত্রী। গতকাল রাতে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলের পাড়া গ্রামে জৈনৈক মোনারুল এর বাড়ীতে এ দুই নারী পুরুষ কে নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হলে এক পর্যায়ে পারিবারিক কোন্দল হতে দুই গ্রামবাসীর মধ্যে দ্বন্দ কোলহ লেগে যায়। এরপর এঘটনার খবর পেয়ে রাতে পলাশবাড়ী থানা পুলিশ এ সন্দেহ ভাজন এ নারী পুরুষ কে আটক করে থানায় নিয়ে আসে।
থানা সূত্রে জানা যায়,আজ ১৬ নভেম্বর শনিবার সকালে আটক নারী হিরা ও পুরুষ সিমেল বৈধ স্বামী স্ত্রী হিসাবে থানায় তাদের অভিভাবকগণ কাবিননামা ও রেজিস্ট্রি কাগজ পত্রাদি প্রদান করিলে। আটককৃত নারী হিরা কে ও সিমেল কে পৃথক পৃথকভাবে তাদের অভিভাবকের নিকট জিম্মানামায় প্রদান করে থানা পুলিশ। আরো জানা যায়, সিমেল মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলা হাটি গ্রামের মকবুল হোসেনের ছেলে। সে বিবাহিত প্রথম স্ত্রী সন্তান রয়েছে। হিরা বেগমকে সে দ্বিতীয় বিবাহ করে। হিরা বেগম একই গ্রামের হাবিব মিয়ার কন্যা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম