গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব ডায়াবেটিকস উপলক্ষে আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সমৃদ্ধি ডায়াগনিষ্টিক ও গোবিন্দগঞ্জ ডায়াবেটিকস সেন্টারের যৌথ উদ্যোগে স্থানীয় বিপিএড্ কলেজ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মজিদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, সাবেক সিভিল সার্জন ডা: আব্দুল জলিল, প্রভাষক রওনক জামান, গোবিন্দগঞ্জ ডায়াবেটিকস সেন্টারের পরিচালক ডা: সাজেদুল ইসলাম সুজন, বিদ্যুৎ রায় প্রমুখ। পরে এক বর্ণাঢ্য র্যালি গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম