গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসিল্যান্ড নিহতের ঘটনায় পিবিআই কে তদন্তের নির্দেশ

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গত ২০১৪ সালে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদনের প্রেক্ষিতে তৃতীয় দফা শুনানী শেষে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) তদন্তের নির্দেশ নিয়েছেন আদালত।
আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পার্থ ভদ্র এই আদেশ দেন। আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন পিবিআইকে আগামী ২০২০ সালের ৯ জানুয়ারী তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমাদানের নির্দেশ দেয়া হয়েছে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ড. খন্দকার মো. মুশফিকুল হুদা।
গোবিন্দগঞ্জের সাবেক সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি বিগত ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের জন্য গত ৮ এপ্রিল নিহতের ভাই স্যামন মার্ডি গোবিন্দগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতের বিচারক পার্থ ভদ্র’র কাছে আবেদন করেন। আবেদনে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ ১৩ জনকে আসামি করা হয়। তাঁর আবেদনের প্রেক্ষিতে আদালত গত ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফা শুনানী শেষে অধিকতর শুনানীর জন্য দিন ধার্য করেন। ফলে বৃহস্পতিবার তৃতীয় দফায় শুনানী শেষে আদালত পিবিআই তদন্তের নির্দেশ দেন।
উলেখ্য, গত ২০১৪ সালের ১১ জানুয়ারি সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি তার নিজ বাড়ি নওগাঁর ধামুরহাট থেকে কর্মস্থলে আসার পথে গোবিন্দগঞ্জের কাটা নামক এলাকায় সিএনজির অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন। তাকে সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা উদ্ধার কওে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
