প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০১৯, ৪:৫৫ পি.এম
ঠাকুরগাঁওয়ে হিজড়া জনগোষ্ঠীর জন্য “উত্তরণ গুচ্ছগ্রাম” নির্মিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে হিজড়া জনগোষ্ঠীর জন্য "উত্তরণ গুচ্ছগ্রাম"নির্মিত হল। ঠাকুরগাঁও সদর উপজেলা কহর পাড়া গ্রামে হিজড়া জনগোষ্ঠীর জন্য নির্মিত উত্তরণ গুচ্ছগ্রাম উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড,কে এম কামরুজ্জামান সেলিম। বুধবার সকালে সদর উপজেলা প্রশাসন এর উদ্যোগে নির্মিত "উত্তরণ গুচ্ছগ্রাম'' ২০ জন হিজড়া জনগোষ্ঠীকে ঘর হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল - মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড, কে এম কামরুজ্জামান সেলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বহ্নি শিখা আশা, অফিসার ইনচার্জ সদর থানা (অপারেশন) গোলাম মর্তুজা, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী,
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উক্ত অনুষ্ঠান শেষে
কহর পাড়া মৌজায় জনপ্রতি সাড়ে ৩ শতক করে মোট শুন্য দশমিক ৯২ একর জমি ২০ জন হিজরাকে প্রদান করা হয়। এছাড়াও গৃহ নির্মাণে ৩০ লাখ, টিউবওয়েল স্থাপনে ২৫ হাজার ও দলিল হস্তান্তর বাবদ ১০ হাজার করে মোট ৩০ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক বরাদ্দ প্রদান করা হয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ হিজড়াদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম