প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০১৯, ১:২৭ পি.এম
ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মিলন সেতু সংঘের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল ৩টার দিকে আখানগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । ফাইনাল খেলায় দক্ষিন ঠাকুরগাঁও মুন্সিপাড়া ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে সবুজ বাংলা একাদশ দক্ষিন ধনিপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক।
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আখানগর মিলন সেতু সংঘের আহ্বায়ক ইবনে ফজল, সাবেক সভাপতি মাসুদ রানা প্রমুখ। মিলন সেতু সংঘের আয়োজনে গত ১১ অক্টোবর আখানগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মাসব্যাপী টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেন।পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম