প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০১৯, ১২:২২ পি.এম
মেডিকেল ছাত্রী কনা’কে বরগুনা জেলা প্রশাসকের সহায়তা

বরগুনা সংবাদদাতাঃ
মেডিকেল ছাত্রী কনা'কে বই কেনার জন্য আর্থিক সহায়তা করলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্।
দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের ভর্তির সুযোগ পাওয়া বরগুনা আমতলী পৌরসভার ২ নং ওয়ার্ডের কালীবাড়ি সড়কের অটোচালক কবির হোসেনের মেয়ে শামসুন নাহার কনা'কে বই কেনার জন্য ৩০ হাজার টাকা দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ্।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক তার কার্যলয়ে কনা'র হাতে বই কেনার জন্য ৩০ হাজার টাকার চেক তুলে দেন।
এর আগে শামসুন নাহার কনা
মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছিলেননা। তখনী তার পাশে দাঁড়িয়ে ছিলেন আমতলীর ইউএনও মনিরা পারভীনসহ একাধিক ব্যক্তি।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ কনাকে বই কেনার টাকা দিয়ে ডাক্তারী পাশ না করা পর্যন্ত পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম