কাজী সাইফুল,দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে:
দেবীগঞ্জ পুরাতন সিও অফিসের সামনের বিরাটকৃত মাঠটি দখল করতে মাঠে স্তুপকৃত ময়লার ভাগার আপসারনে কাজ শুরু করেছেন পৌরসভা। বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে। দেবীগঞ্জ পৌর প্রশাসক ও ইউএনও প্রত্যয় হাসান মাঠটি উদ্ধারের উদ্দোগ গ্রহন করেন। ময়লা আর্বজনায় ভরা পরিপূর্ণ মাঠটি উদ্ধারে পৌর প্রশাসসক একসক্যাভেটর মেশিন ভাড়া নিয়ে ময়লা অপসারনের কাজ শুরু করেন। মাঠটি মাঠের উপযোগি করে গাড়ি পার্কিংকের ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন ইউএনও। এ সময় পৌর কর্মচারী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এদিকে দেবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে বিজয় চত্বরের জায়গাটি দৃষ্টিনন্দন করার জন্য বাউন্ডারী নির্মাণ,স্ট্যান্ড লাইট স্থাপন এবং সর্বসাধারনের জন্য বসার বে ,ওয়াইফাই নেটওর্য়াক স্থাপন করার জন্য বৃহস্পতিবার ইউএনও জায়গাটি পরিদর্শণ করে কাজ শুরুর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা পৌরসভার ইঞ্জিনিয়ার কর্মচারীদের দিয়েছেন। শহরের ব্যবসায়ীগন এ সময় উপস্থিত থেকে পৌরপ্রশাসককে এহেন কাজের জন্য ধন্যবাদ জানান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম