3:45 PM, 13 November, 2025

নবাবগঞ্জে ইমাম ও গন্যমান্য ব্যাক্তিদের সমন্বয়ে আইন শৃংখলা নিয়ে আলোচনা সভা

llllllllllllllllllllllllllllllllllllllllllllll

নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) :

দিনাজপুরের নবাবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ইমামদের পক্ষে বক্তব্য রাখেন দিশবন্দী হাতিশাল ফাজিল মাদ্রাসার (ডিগ্রী) অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেন, থানার অফিসার ইনচার্জ(ওসি) অশোক চৌহান, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম প্রমুখ বক্তব্য রাখেন।সভায় উপজেলার সকল মসজিদের ঈমাম ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। বিকেলে প্রধান অতিথি উপজেলার শালখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে, পুটিমারা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করেন ও ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষ্যে দোকানঘর হস্তান্তর , ঢেউটিন ও চাল বিতরণ করেন।