গাইবান্ধা জেলা প্রতিনিধি:
পিইসি পরীক্ষা বাতিল, শিক্ষা বাণিজ্যিকিকরণ বন্ধসহ ৭ দফা দাবিতে আজ ৫ নভেম্বর মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন প্রমুখ। বক্তারা শিশুর শৈশব কৈশোর ধ্বংসকারি পিইসি পরীক্ষা বাতিল, শিক্ষার বাণিজ্যিকিকরণ-বেসরকারিকরণ বন্ধসহ স্কুলকে শিক্ষার মূল কেন্দ্র করে মানসম্মত শিক্ষার নিশ্চিত করার দাবি জানান। সেইসাথে শিক্ষাঙ্গনে দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহবান জানানো হয়। এছাড়া বক্তারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম