সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। এসময় তিনি বলেন এমপিও ভুক্ত হয়েছে বলে খুশি হলে চলবেনা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারন উন্নত জাতি গঠনে আধুনিক শিক্ষার কোন বিকল্প নেই। শনিবার দুপুরে উপজেলার ভবানীপুর দাখিল মাদরাসায় এ গণ সংবর্ধণা দেয়া হয়। সম্প্রতি ভবানীপুর দাখিল মাদ্রাসাকে এমপিও ভুক্তি, ৪ তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবনের অনুমোদন ও ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করায় এলাকাবাসী এ সংবর্ধণার আয়োজন করেন। ভবানীপুর দাখিল মাদরাসার সভাপতি নোয়াজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শাহ আলম। এসময় আরো বক্তব্য রাখেন ভবানীপুর মাদ্রাসার সুপার মাঃ আবু মূছা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, আবু ইউসুফ, ইউপি সদস্য জজ মিয়া, অভিভাবক সদস্য আবদুস সালাম, ইকবাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, জেলা পরিষদ সদস্য খাইরুল আলম সাধন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ওমর ফারুক সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক সফিক তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ওমর ফারুক দেলোয়ার, যুবলীগ নেতা সেলিম মিয়া, শাহিন ভূইয়া প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম