6:37 AM, 13 November, 2025

নাগরপুরে জাতীয় যুব দিবস পালিত

photo (3) nagarpur 01-11-19

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় যুব দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী, সনদ পত্র বিতরণ ও প্রশিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের মাঝে আতœকর্মসংস্থানের লক্ষে যুব ঋণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু এমপি।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম খান। এসময় উপজেলার যুব ও যুব মহিলাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।