গোলাপগঞ্জ প্রতিনিধি:
মেধাবী মুখ খুঁজে বের করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোলাপগঞ্জে ৪র্থ আব্দুল মুতলিব-আব্দুল মতিন মেধাবৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১০টায় আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ৬৯টি বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ২৭৪ জন শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।
সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী মুখগুলোকে খুঁজে বের করতে আব্দুল মুতলিব ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৪র্থ বারের মতো আব্দুল মুতলিব-আব্দুল মতিন মেধাবৃত্তি পরীক্ষা নেয়া হয়েছে তা-সত্যিই প্রসংশনীয়। আশা করি, এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহন কারী শিক্ষার্থীরা তাদের মেধা দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিবেদিত করবে।
এছাড়া ৪র্থ আব্দুল মুতলিব-আব্দুল মতিন মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, সদস্য সেলিম উদ্দিন সেলিম, সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি অধির রাম বিশ^াস, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নাজিমুল লস্কর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি কামাল উদ্দিন, সাংবাদিক এনামুল হক এনাম, মোঃ আব্দুল কুদ্দুস, জাকারিয়া আহমদ তালুকদার, গোলাম দস্তাগীর খান ছামিন, ইমরান আহমদ, সমাজসেবী আলীম উদ্দিন বাবলু, ডাঃ ওয়াহিদুজ্জামান লিটন, আব্দুল মুতালিব টাষ্ট্রের সভাপতি আনোয়ার আলমগীর, শিক্ষিকা শামসুন নাহার, শিক্ষক মুহিত আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, সমাজসেবী রাজু আহমদ, তামিম আহমদ, ব্যবসায়ী সুহেল আহমদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী ইসমতি জাহান, সহকারী শিক্ষক মিন্টু কান্তি ধর, আহবাব হোসেন, শাহরিয়ার হোসেন, রুপা বেগম, আব্দুল মুতালিব টাষ্ট্রের সদস্য মাছুম আহমদ, নাসিমুল হক প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম