গোলাপগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি:
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ ইং উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য (প্রশাসন) মিজানুর রহমানের সভাপতিত্বে ও অফিসার ইনচার্য (অপারেশন) আবুল কাশেমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। তিনি তার বলেন, কমিউনিটি পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বয়ে যাতে পুলিশ ও জনগন একসঙ্গে কাজ করতে পারে। আগে পুলিশ সম্পর্কে জনমনে এক প্রকার ভীতিকর ধারণা ছিল, যা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি গোলাপগঞ্জের শান্তি শৃংখলা রক্ষায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে ধন্যবাদ জানান।
পুরান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইবরাহীম আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে স‚চিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিনিটি পুলিশিং এর সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ইউনুছ চৌধুরী, সাংবাদিক এনামুল হক এনাম। বক্তব্য রাখেন কৈলাশটিলা গ্যাস ফিল্ড জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ আব্দুল গণি, সমাজসেবী আব্দুল করিম, আলিম উদ্দিন বাবলু, এনাম আহমদ।
