কাজী সাইফুল, পঞ্চগড় প্রতিনিধিঃ
রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, আজকে একটি মহল এখনো রয়েছে তৎপর। যারা ধর্মকে ব্যবহার করে এখনও দেশে অশান্তি তৈরী করতে চায়, যারা এখন সমাজে এখন পর্যন্ত বিশৃংখলা তৈরী করতে চায় তাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে।তিনি আজ শনিবার দুপুরে পঞ্চগড় পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন,দেশ আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেহানুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর মেয়র তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।এর আগে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বর থেকে জেলা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,জেলা পরিষেদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সসম্রাটঅতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম সহ পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশিং এর সদস্যরা অংশ নেন।র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। পুলিশ লাইন মাঠে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম