প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০১৯, ৭:২৬ পি.এম
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ি’

প্রতিবেদক: মোঃ আলী আকবর রনী
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কদমতলী থানায় পালন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার সকালে কদমতলী থানার মোহাম্মদবাগ চৌরাস্তা হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শনি মন্দির সংলগ্ন স্থানে এক জনসচেতনামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা-৪ এর সংসদ সদস্য আলহাজ্ব আবু হোসেন বাবলা, বিশিষ্ট আওয়ামিলীগ নেতা ডাঃ আওলাদ হোসেন, বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম, কদমতলী থানার অফিসার ইনাচর্জ জামাল উদ্দিন মীর (বিপিএম), কদমতলী থানার পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব সালাম বাবু, সাধারণ সম্পাদক বাবু মাষ্টার ছাড়াও এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ এবং কদমতলী থানার বিভিন্ন শ্রেণী মানুষ।
ডিএমপি থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হন, কদমতলী থানার পুলিশিং কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব সালাম বাবু, মাননীয় সরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় বক্তারা মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের পাশাপাশি সকলকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম