12:35 AM, 13 November, 2025

কক্সবাজার সড়ক দূর্ঘটনা প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

IMG_20191022_162248
কক্সবাজার প্রতিনিধি:
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবার মাঝে দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। কক্সবাজারে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা  কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রশাসন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে সকালে র‌্যালী এক র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি, নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাবেক মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক,  নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোর, সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু,
পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ, বিআরটিএ এর সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, পরিদর্শক আরিফুল ইসলাম, মেকানিকাল এসিস্ট্যান্ট মোহাম্মদ বেলাল প্রমূখ।