3:40 AM, 13 November, 2025

রাফির হত্যাকারী ও যৌন নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় নারী মুক্তি কেন্দ্রের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Gaibandha PHOTO-02

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ নুসরাত রাফির হত্যাকারী ও নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ শনিবার বিকেলে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীম আরা মিনা, পারুল বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক ধর্ষণ, খুনের বীভৎস ঘটনা ঘটছে। ফলে আজকের নারীর উপর নেমে এসেছে সর্বগ্রাসী আক্রমন। এসবের বিরুদ্ধে সামাজিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং সেইসাথে ওই মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষক সিরাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।