8:13 AM, 13 November, 2025

গোলাপগঞ্জের ফাজিলপুরে সড়ক বাতির উদ্বোধন

Pic

গোলাপগঞ্জ প্রতিনিধি:

মস্তফা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মওদুদ হোসেন চৌধুরী সুমন বলেছেন, সড়ক বাতি স্থাপনের ফলে ফাজিলপুর গ্রামে ভুতুরে পরিবেশ দূর হলো। তিনি বলেন দীর্ঘদিন পরে হলেও উক্ত বাতি স্থাপন করে তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এ সময় গ্রামের উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে মস্তফা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাষ্টের অর্থায়নে সড়ক বাতি উদ্বোধন কালে উক্ত কথা গুলো বলেন।
সড়কগুলো হলো ছত্রিশ-ফাজিলপুর সড়ক, পশ্চিম ফাজিলপুর হইতে পুর্ব ফাজিলপুর সংযোগ সড়ক, ফাজিলপুর-সুন্দিশাইল সড়ক (আংশিক)।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আজির উদ্দিন, কিসমত চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক টাইমস ট্রিবিউন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রুবেল আহমদ, মস্তফা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাষ্টের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানজিল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিসফাকুর রহমান চৌধুরী, উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সদস্য ওলিউর রহমান, বাবুল আহমদ, সাহেদ আহমদ, জাহিদ আহমদ, মুজিবুর রহমান, আক্তার আলী, ব্যবসায়ী জুবুল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মস্তফা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাষ্টের ৬নং ওয়ার্ড শাখার সভাপতি রাফি আহমদ, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক পাপ্পু আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সামসুদ্দিন আহমদ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ফাজিলপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান।