9:43 AM, 13 November, 2025

আবরার হত্যার শাস্তির দাবীতে খোলাহাটীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

BSU News mail

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ঠাকুরেরদীঘিতে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খোলাহাটী শাখা। ঠাকুরেরদীঘি বাজারের চারমাথায় আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খোলাহাটী শাখার আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, দারিয়াপুর অ ল শাখার আহবায়ক সামিউল ইসলাম কল্লোল, রাজন প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক সুমন কুমার বর্মণ। বক্তারা অবিলম্বে আবরার হত্যার সাথে জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সেই সাথে তারা বলেন ছাত্র রাজনীতি বন্ধ করে নয় ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করলে সমস্যার সমাধান হবে।