কিশোরগঞ্জে বড়ইতলা গণহত্যা দিবস পালিত

মুহা. জাহিদ জাবের, কিশোরগঞ্জ সদর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের বরইতলা নামক স্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ঐতিহাসিক এ গণহত্যা দিবসটি পালন করা হয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসন (১৩ অক্টোবর) আজ সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রবীণ শিক্ষাবিদ আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল কাদির মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আসাদউল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার বাসির উদ্দিন ফারুকী, কিশোরগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তবর্গ। পরে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ১৯৭১ সালের ১৩ অক্টোবর কিশোরগঞ্জের ইতিহাসে হত্যাযজ্ঞের ভয়াবহতম দিন। এ দিনে পাকহানাদার বাহিনী একসঙ্গে হত্যা করে ৩৬৫ জন নিরীহ মানুষকে। সেই ভয়াল দিনটির স্মৃতিচারণ করে আজও শিউরে ওঠেন এলাকার প্রবীণরা।মুক্তিযোদ্ধারা সেখানে কয়েকজন স্থানীয় যুদ্ধাপরাধীর বিচার দাবি করেছেন। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই দিনটি ‘বরইতলা গণহত্যা’ দিবস হিসেবে পালন করে আসছে কিশোরগঞ্জবাসী
