প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো’ উপাধীতে ভুষিত হওয়ায় পঞ্চগড়ে আনন্দ র্যালী

কাজী সাইফুল,পঞ্চগড়:
আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল এলায়েন্স অব ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ উপাধীতে ভুষিত হওয়ায় প গড়ে আনন্দ র্যালী করেছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন প গড় জেলা শাখা।
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ড এসোসিয়েশনের আয়োজনে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় র্যালীতে প গড় সিভিল সার্জন ডা. নিজাম উদ্দিন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ড এসোসিয়েশন প গড়ের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর এসোসিয়েশন প গড় জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রহমান, সদস্য খাজা ময়েনউদ্দীন আহম্মেদ, মেহেদী হাসান, আলিমুল রাজি ও লায়লা আরজুমানসহ জেলা স্বাস্থ্য বিভাগের টিকাদান কার্যক্রম সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেয়।
পরে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী‘ ভ্যাক্সিন হিরো’উপাধীতে ভুষিত হওয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দনপত্র প্রেরণ করা হয়।
