রাকিবুল হাসান:
পাকুন্দিয়ায় আবরার হত্যার প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা ছাত্রদলের অাহব্বায়ক আমিনুল হক জর্জ মিয়ার নেত্রীত্বে এবং এগারটার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি কলেজ শাখার ছাত্রদলের নেতা শাকিল মাহমুদ সম্রাটের নেত্রীত্বে দুইটি মিছিল করে ছাত্রদল। মিছিল দুইটি পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ করে পাটমহলে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদলের নেতারা বলেন, দ্রুত গ্রেপ্তারকৃত আসামীদের বিচার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। উল্লেখ্য, গত রোববার গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের লাশ উদ্ধার করা হয়। ভারতের সাথে সাম্প্রতিক কয়েকটি চুক্তি নিয়ে ফেসবুকে মন্তব্যের সূত্র ধরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে হলের শিক্ষার্থীদের অভিযোগ। আবরারের বাবা কুষ্টিয়াবাসী অবসরপ্রাপ্ত ব্র্যাককর্মী বরকতুল্লাহ মোট ১৯ জনকে আসামি করে সোমবার চকবাজার থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় মঙ্গলবার পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর সাংগঠনিক তদন্তের ভিত্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তাদের বুয়েট শাখার ১১ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম