12:21 PM, 29 March, 2024

পঞ্চগড়ে আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কাজী সাইফুল, পঞ্চগড়:

পঞ্চগড়ে আবরার হত্যার প্রতিবাদে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন সংগঠনটি।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গত রোববার দিবাগত রাত তিনটার দিকে ছাত্রলীগ নেতারা শিবির সন্দেহে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পিটিয়ে হত্যা করে। এঘটনায় উত্তাল হয়ে পরে সারাদেশ। 

এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধার স্বীকার হয় এবং মিছিল বন্ধ করে সমাবেশে অংশ নেয় দলটি। এ সময় জেলা ছাত্রদলের সাধারশ সম্পাদক মনিরুজ্জামান মানিক তার বক্তব্যে আবরার হত্যায় জড়িত সকল ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। এছাড়াও তিনি বলেন, আবরার ফাহাদের হত্যাকারি ছাত্রলীগ নেতাদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান বাবু, জেলা সহ-সভাপতি মাহফুজ আলম, যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আবু সালেক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মখলেছ ও সদর উপজেলা সভাপতি মওদুদ আহমেদ প্রমূখ।