পঞ্চগড় প্রতিনিধিঃ
“জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” এই শ্লোগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকাল ১১ টায় প গড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোযার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন,স্থানীয় এনজিও পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকীসহ প গড় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবগণ অংশ নেন। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম