দেবীগঞ্জে জাতীয় জম্ম নিবন্ধন দিবস পালিত

কাজী সাইফুল
“জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১১ টায় দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সচিবগণ অংশ নেন। র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
